Notice

১৮/০৩/২০২৩ তারিখের প্রগ্রামের সময় সুচি।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠানের ভ্যেনু: ( কলেজ প্রাংগনে পরীক্ষা থাকায় পরিবর্তিত সময়সূচি) প্রথম সেশন: -------- সকাল ১০.৩০- ১১ টা : মেম্বারশীপ কার্ড, গিফট ও কুপন বিতরণ স্থান: ক্যাম্পাস সংলগ্ন সোনালী ব্যাংক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মাঝের রাস্তা সকাল ১১-১১.৩০ ফেস্টুন, ব্যানার নিয়ে রেলি স্থান: লতিফ ছাত্রাবাস চত্তর থেকে শুরু হয়ে সোনালী ব্যাংকের সামনে দিয়ে সাত রাস্তা হয়ে লতিফ ছাত্রাবাসে সমাপ্তি। সকাল ১১.৪৫ থেকে দুপুর ১২.৩০ : হোস্টেল সহ আশেপাশের এলাকায় স্মৃতিচারণ ও মিলন মেলা দুপুর ১২.৩০ - ১ টা পর্যন্ত: ফটোসেশন। গ্ৰুপ, সেশন অনুযায়ী। দুপুর ১ টা - দুপুর ১.৪৫ : অনুষ্ঠান উদ্বোধন ক) কোরআন তেলাওয়াত ‌ খ) জাতীয় পতাকা উত্তোলন গ) বেলুন ও পায়রা উড়ানো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বীর মুক্তিযোদ্ধা ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জনাব আসাদুজ্জামান খান কামাল। স্থান : ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও সিরামিকস কলেজের মাঝের সড়ক। দ্বিতীয় সেশন: --------- দুপুর ১.৪৫- ৩.৩০ : নামাজ ও দুপুরের খাবার দুপুর ৩.৩০ - ৫.০০ : স্মৃতিচারণ ও সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব দীপু মনি। বিকেল ৫.০ -৫.৩০ : আসর নামাজের বিরতি ও চা চক্র বিকেল ৫.৩০-৬.১৫: স্মৃতিচারণ সন্ধ্যা ৬.১৫- ৬.৪৫ : মাগরিব নামাজের বিরতি সন্ধ্যা ৬.৪৫ -৯.৩০: রেফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৯.৩০- ৯.৪৫ :অনুষ্ঠানের সমাপনী ঘোষণা