Dhaka Polytechnic

Alumni Association

ঢাকা পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন এর লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ :

  • অ্যালামনাইদের জন্য সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, প্রদর্শনী ও আমোদ ভ্রমণের আয়োজন করা।
  • অ্যালামনাইদের মাঝে একতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ স্থাপন করা। পরস্পরকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা।
  • অ্যালামনাইদের চাকুরীতে সহায়তা করা। কোন প্রকার আর্থিক সংকট কিংবা চাকুরী সংক্রান্ত অসুবিধা দেখা দিলে তাহা নিরসনের জন্য প্রচেষ্টা গ্রহণ করা।
  • ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট এর ভাবমূর্তি উন্নত করা
  • অ্যালামনাইদের পোষ্য এবং আত্মীয়স্বজনদের শিক্ষা গ্রহণ কিংবা চাকুরী লাভে সহায়তা প্রদান করা।
  • অ্যালামনাইদের, তাদের পোষ্য এবং আত্মীয়স্বজনদের সুচিকিৎসা লাভে সহায়তা প্রদান করা।
  • সাহায্য পাওয়ার যোগ্য ছাত্রদের সহায়তার জন্য তহবিল প্রতিষ্ঠা করা।
  • ঢাকা পলিটেকনিক এর ছাত্রদের স্বার্থ রক্ষা করা।
  • লাইব্রেরি, মিউজিয়াম, কনফারেন্স সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র, গবেষণাগার, ক্রীড়া ও আপ্যায়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা
  • নিয়মিত ‘বুলেটিন’, সাময়িকী, পুস্তক মুদ্রণ ও বিভিন্ন প্রকাশনা প্রকাশ করা
  • সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠানের ব্যবস্থা করা
  • দেশে ও বিদেশে অ্যালামনাইদের সংগঠন গড়ে তোলা।
  • ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট-এর শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা করা।
  • শিক্ষার উন্নয়ন ও বিকাশের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা।
  • উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্যাবলী অর্জনে তথা অ্যালামনাইদের প্রতি দায় মোচনের ক্ষেত্রে সহায়ক এরূপ অন্য সকল কার্যাবলী সম্পাদন করা।
  • প্রাক্তন ছাত্র ছাত্রীদের ডাটাবেজ তৈরী করা

Recent Notice

Our Gallery

আমাদের ইতিহাস

ইতিহাস
১৯৪৯ এর ফেব্রুয়ারিতে Council of Technical Education in Pakistan এর রিপোর্ট মোতাবেক ১৯৫৫ সালে করাচী ও ঢাকায় দু’টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। তৎকালীন সি. এল. আই. ডিপার্টমেন্টের অধীনে আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন-এর অর্থানুকুল্যে ১৯৫৫ সালের ৫ই জানুয়ারি স্থাপিত হয় বর্তমানের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তখন যার নাম ছিল ইস্ট বেঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট। 1955 সালে এর মে মাসে নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এর প্রতিষ্ঠার কাজ শুরু হয় ১৯৫৩ সালে এবং শেষ হয় ১৯৫৫ সালে। প্রথম ব্যাচ ভর্তি করা হয় ১৯৫৬ সালে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৩ সালে  Dacca থেকে Dhaka নামে পরিবর্তিত হয়ে বর্তমান Dhaka polytecnic institute নামে নাম করণ হয়. আমেরিকার ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির কারিকুলাম অনুসরনে পরিচালিত তিন বৎসর মেয়াদী চারটি প্রযুক্তিতে (সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও পাওয়ার) ১২০ জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত ডিপ্লোমা স্তরের কোর্সটি Associate in Engineering নামে প্রত্যয়ন হতো। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী এই কোর্সে ১২টি টেকনোলোজি চলমান রয়েছে।

অবস্থান
ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত। এর উত্তরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, দক্ষিণে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এবং পশ্চিমে ঢাকা-টংগী মহাসড়ক। এবং তার পেছন দিকে রয়েছে দৃষ্টিনন্দন হাতিরঝিল।

ক্যাম্পাস সম্পাদনা
মূল ক্যাম্পাসে রয়েছে চারতলা বিশিষ্ট একটি ভবন, অফিস, লাইব্রেরী, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ তিনটি বড় ওয়ার্কশপ ভবন, জিমনেশিয়াম ও ল্যবরেটরী এবং একটি ৫০০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম। মূল ভবনের দক্ষিণ পাশে রয়েছে মসজিদ ও শহীদ মিনার। উত্তর পাশে সোনালী ব্যাংক তেজগাঁও শিল্পাঞ্চল শাখা, ব্যাংকের পাশেই রয়েছে পোষ্ট আফিস। ঢাকা পলিটেকনিক খেলার মাঠ ক্যাম্পাস হতে একটু দুরে অবস্থিত।

ডিপার্টমেন্ট সমূহ
একাডেমিক ডিপার্টমেন্ট সমূহের মধ্যে রয়েছে

  1. কম্পিউটার 
  2. ইলেকট্রনিক্স 
  3. ইলেকট্রিক্যাল 
  4. মেকানিক্যাল 
  5. সিভিল 
  6. আর্কিটেকচার
  7. রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন
  8. পাওয়ার
  9. অটোমোবাইল
  10. কেমিক্যাল
  11. ফুড
  12. এনভায়রনমেন্টাল

ছাত্রাবাস
পূর্বে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্রদের জন্য ৫টি এবং ছাত্রীদের জন্য ২টি ছাত্রাবাস থাকলেও বর্তমানে ছাত্রদের জন্য ৩টি এবং ছাত্রীদের জন্য ২টি ছাত্রাবাস রয়েছে।

  1. লতিফ ছাত্রাবাস, এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ছাত্রাবাস
  2. ড. কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস
  3. জহির রায়হান ছাত্রাবাস
  4. মনিরুজ্জামান ছাত্রাবাস (এখন সংরক্ষিত শিক্ষক দের জন্য)
  5. কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস (এখন থাকে বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস)
  6. আজিজ ছাত্রাবাস (এখন থাকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়)
  7. মহিলা ছাত্রাবাস(দূইটি ভবন বিশিষ্ট)

তথ্যসূত্র
ঢাকা পলিটেকনিক অ্যালামনাই এসোসিয়েশন এর লক্ষ উদ্দেশ্য সমূহ :

  1. অ্যালামনাইদের জন্য সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, প্রদর্শনী ও আমোদ ভ্রমণের আয়োজন করা।
  2. অ্যালামনাইদের মাঝে একতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ স্থাপন করা। পরস্পরকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা।
  3. অ্যালামনাইদের চাকুরীতে সহায়তা করা। কোন প্রকার আর্থিক সংকট কিংবা চাকুরী সংক্রান্ত অসুবিধা দেখা দিলে তাহা নিরসনের জন্য প্রচেষ্টা গ্রহণ করা।
  4. ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট এর ভাবমূর্তি উন্নত করা
  5. অ্যালামনাইদের পোষ্য এবং আত্মীয়স্বজনদের শিক্ষা গ্রহণ কিংবা চাকুরী লাভে সহায়তা প্রদান করা।
  6. অ্যালামনাইদের, তাদের পোষ্য এবং আত্মীয়স্বজনদের সুচিকিৎসা লাভে সহায়তা প্রদান করা।
  7. সাহায্য পাওয়ার যোগ্য ছাত্রদের সহায়তার জন্য তহবিল প্রতিষ্ঠা করা।
  8. ঢাকা পলিটেকনিক এর ছাত্রদের স্বার্থ রক্ষা করা।
  9. লাইব্রেরি, মিউজিয়াম, কনফারেন্স সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র, গবেষণাগার, ক্রীড়া ও আপ্যায়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা
  10. নিয়মিত ‘বুলেটিন’, সাময়িকী, পুস্তক মুদ্রণ ও বিভিন্ন প্রকাশনা প্রকাশ করা
  11. সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠানের ব্যবস্থা করা
  12. দেশে ও বিদেশে অ্যালামনাইদের সংগঠন গড়ে তোলা।
  13. ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট-এর শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা করা।
  14. শিক্ষার উন্নয়ন ও বিকাশের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা।
  15. উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্যাবলী অর্জনে তথা অ্যালামনাইদের প্রতি দায় মোচনের ক্ষেত্রে সহায়ক এরূপ অন্য সকল কার্যাবলী সম্পাদন করা।
  16. প্রাক্তন ছাত্র ছাত্রীদের ডাটাবেজ তৈরী করা