ঢাকা পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন এর লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ :
স্থান ও অনুষ্ঠান সময়সূচি: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠানের ভ্যেনু কলেজ প্রাংগনে পরীক্ষা থাকায় পরিবর্তিত স্থান ও সময়সূচি তারিখ: -১৮ই মার্চ, ২০২৩ প্রথম সেশন: ========================================================= সকাল ১০.৩০ টা - ১১:০০ টা----মেম্বারশীপ কার্ড, গিফট ও কুপন বিতরণ স্থান: ক্যাম্পাস সংলগ্ন সোনালী ব্যাংক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মাঝের রাস্তা সকাল ১১:০০ টা -১১.৩০ টা----ফেস্টুন, ব্যানার নিয়ে রেলি স্থান: লতিফ ছাত্রাবাস চত্তর থেকে শুরু হয়ে সোনালী ব্যাংকের সামনে দিয়ে সাত রাস্তা হয়ে লতিফ ছাত্রাবাসে সম্পন্ন। সকাল ১১.৪৫টা-দুপুর ১২.৩০টা---- হোস্টেল সহ আশেপাশের এলাকায় স্মৃতিচারণ ও মিলন মেলা দুপুর ১২.৩০টা - ১:০০টা---- ফটোসেশন। গ্ৰুপ, সেশন অনুযায়ী। দুপুর ১:০০ টা - দুপুর ১.৪৫টা ---- অনুষ্ঠান উদ্বোধন ক) কোরআন তেলাওয়াত খ) জাতীয় পতাকা উত্তোলন গ) বেলুন ও পায়রা উড়ানো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বীর মুক্তিযোদ্ধা ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জনাব আসাদুজ্জামান খান কামাল। স্থান : ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও সিরামিকস কলেজের মাঝের সড়ক। দ্বিতীয় সেশন: ========================================================= দুপুর ১.৪৫টা - ৩.৩০টা ---- নামাজ ও দুপুরের খাবার দুপুর ৩.৩০ টা - ৫.০০টা ----- স্মৃতিচারণ ও সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব ডাঃ দীপু মনি। বিকেল ৫.০০টা -৫.৩০টা----- আসর নামাজের বিরতি ও চা চক্র বিকেল ৫.৩০টা -৬.১৫টা ----- স্মৃতিচারণ সন্ধ্যা ৬.১৫টা- ৬.৪৫টা---- মাগরিব নামাজের বিরতি সন্ধ্যা ৬.৪৫টা -৯.৩০টা---- রেফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৯.৩০টা - ৯.৪৫টা----অনুষ্ঠানের সমাপনী ঘোষণা
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠানের ভ্যেনু: ( কলেজ প্রাংগনে পরীক্ষা থাকায় পরিবর্তিত সময়সূচি) প্রথম সেশন: -------- সকাল ১০.৩০- ১১ টা : মেম্বারশীপ কার্ড, গিফট ও কুপন বিতরণ স্থান: ক্যাম্পাস সংলগ্ন সোনালী ব্যাংক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মাঝের রাস্তা সকাল ১১-১১.৩০ ফেস্টুন, ব্যানার নিয়ে রেলি স্থান: লতিফ ছাত্রাবাস চত্তর থেকে শুরু হয়ে সোনালী ব্যাংকের সামনে দিয়ে সাত রাস্তা হয়ে লতিফ ছাত্রাবাসে সমাপ্তি। সকাল ১১.৪৫ থেকে দুপুর ১২.৩০ : হোস্টেল সহ আশেপাশের এলাকায় স্মৃতিচারণ ও মিলন মেলা দুপুর ১২.৩০ - ১ টা পর্যন্ত: ফটোসেশন। গ্ৰুপ, সেশন অনুযায়ী। দুপুর ১ টা - দুপুর ১.৪৫ : অনুষ্ঠান উদ্বোধন ক) কোরআন তেলাওয়াত খ) জাতীয় পতাকা উত্তোলন গ) বেলুন ও পায়রা উড়ানো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বীর মুক্তিযোদ্ধা ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জনাব আসাদুজ্জামান খান কামাল। স্থান : ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও সিরামিকস কলেজের মাঝের সড়ক। দ্বিতীয় সেশন: --------- দুপুর ১.৪৫- ৩.৩০ : নামাজ ও দুপুরের খাবার দুপুর ৩.৩০ - ৫.০০ : স্মৃতিচারণ ও সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব দীপু মনি। বিকেল ৫.০ -৫.৩০ : আসর নামাজের বিরতি ও চা চক্র বিকেল ৫.৩০-৬.১৫: স্মৃতিচারণ সন্ধ্যা ৬.১৫- ৬.৪৫ : মাগরিব নামাজের বিরতি সন্ধ্যা ৬.৪৫ -৯.৩০: রেফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৯.৩০- ৯.৪৫ :অনুষ্ঠানের সমাপনী ঘোষণা
সকল রেজিস্টার্ড মেম্বারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা যারা এখন অবধি আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করেন নাই তারা অতি শীঘ্রই নিজ নিজ পাসওয়ার্ড চেঞ্জ করে নিন এবং আপনাদের ছবি আপলোড করে নিন। আপনার রেজিস্ট্রেশন নিরাপদ রাখা আপনার দায়িত্ব। আপনার পাসওয়ার্ড একাধিক মানুষের কাছে থাকাটা খুবই দুঃখজনক। এটা একটা সেনসিটিভ ইস্যু। তাই উপরে উল্লেখিত বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে দেখে আশা করবো সবাই যার যার পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিবেন। অন্যথায় যে কোন অনাকাঙ্খিত ঘটনার জন্য ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশন দায়িত্ব নিবে না। ধন্যবাদ।
ইতিহাস
১৯৪৯ এর ফেব্রুয়ারিতে Council of Technical Education in Pakistan এর রিপোর্ট মোতাবেক ১৯৫৫ সালে করাচী ও
ঢাকায় দু’টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। তৎকালীন সি. এল. আই. ডিপার্টমেন্টের অধীনে আমেরিকার ফোর্ড
ফাউন্ডেশন-এর অর্থানুকুল্যে ১৯৫৫ সালের ৫ই জানুয়ারি স্থাপিত হয় বর্তমানের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তখন
যার নাম ছিল ইস্ট বেঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট।
1955 সালে এর মে মাসে নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট।
এর প্রতিষ্ঠার কাজ শুরু হয় ১৯৫৩ সালে এবং শেষ হয় ১৯৫৫ সালে। প্রথম ব্যাচ ভর্তি করা হয় ১৯৫৬ সালে।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৩ সালে Dacca থেকে Dhaka নামে পরিবর্তিত হয়ে বর্তমান Dhaka polytecnic institute
নামে নাম করণ হয়. আমেরিকার ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির কারিকুলাম অনুসরনে পরিচালিত তিন বৎসর মেয়াদী
চারটি প্রযুক্তিতে (সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও পাওয়ার) ১২০ জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত
ডিপ্লোমা স্তরের কোর্সটি Associate in Engineering নামে প্রত্যয়ন হতো। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে চার বছর
মেয়াদী এই কোর্সে ১২টি টেকনোলোজি চলমান রয়েছে।
অবস্থান
ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত। এর উত্তরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়,
দক্ষিণে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এবং পশ্চিমে ঢাকা-টংগী মহাসড়ক। এবং তার পেছন দিকে রয়েছে
দৃষ্টিনন্দন হাতিরঝিল।
ক্যাম্পাস সম্পাদনা
মূল ক্যাম্পাসে রয়েছে চারতলা বিশিষ্ট একটি ভবন, অফিস, লাইব্রেরী, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ তিনটি বড়
ওয়ার্কশপ ভবন, জিমনেশিয়াম ও ল্যবরেটরী এবং একটি ৫০০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম। মূল ভবনের দক্ষিণ
পাশে রয়েছে মসজিদ ও শহীদ মিনার। উত্তর পাশে সোনালী ব্যাংক তেজগাঁও শিল্পাঞ্চল শাখা, ব্যাংকের পাশেই রয়েছে পোষ্ট আফিস।
ঢাকা পলিটেকনিক খেলার মাঠ ক্যাম্পাস হতে একটু দুরে অবস্থিত।
ডিপার্টমেন্ট সমূহ
একাডেমিক ডিপার্টমেন্ট সমূহের মধ্যে রয়েছে
ছাত্রাবাস
পূর্বে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্রদের জন্য ৫টি এবং ছাত্রীদের জন্য ২টি ছাত্রাবাস থাকলেও বর্তমানে
ছাত্রদের জন্য ৩টি এবং ছাত্রীদের জন্য ২টি ছাত্রাবাস রয়েছে।
তথ্যসূত্র
ঢাকা পলিটেকনিক অ্যালামনাই এসোসিয়েশন এর লক্ষ উদ্দেশ্য সমূহ :
WHERE DRIVEN TO BE THE NEXT ,
THE FIRST , THE ONLY.
College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur
College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur
College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur
College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur
College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur
College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur